সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
রবিবার (৫ জুন) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। তিন সদস্যের দলে রয়েছেন বন্দরের টার্মিনাল ম্যানেজার, ডেপুটি ডাইরেক্টর (সিকিউরিটি), কাস্টম ডিসি।
উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন পাঁচজন। আগুনে আহত হয়েছেন আরও চার শতাধিক। দগ্ধদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।
ওআ/