সীতাকুণ্ডে আগুন: ফায়ার সার্ভিস কর্মী মৃতের সংখ্যা বেড়ে ৯


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সীতাকুণ্ডে আগুন: ফায়ার সার্ভিস কর্মী মৃতের সংখ্যা বেড়ে ৯

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১৫ জন অসুস্থ অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে গুরুতর দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে।

রবিবার (৫ জুন) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার। 

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন নয়জন। আগুনে আহত হয়েছেন আরও চার শতাধিক। দগ্ধদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।

আর এইচ/ওআ