সীতাকুণ্ডের দুর্ঘটনা নিয়ে যা বললেন বিএম কনটেইনারের মালিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সীতাকুণ্ডের দুর্ঘটনা নিয়ে যা বললেন বিএম কনটেইনারের মালিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক। এ অবস্থায় অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষ।

রবিবার (৫ জুন) বিকালে বিএম কনটেইনার ডিপোর পরিচালক মজিবুর রহমান গণামাধ্যমকে বলেন, ‘ডিপোতে অগ্নিকাণ্ডে আমার ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আমার সব শেষ। তবে আমি আহত ও নিহতদের পরিবারের পাশে আছি।’

অবশ্য কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে রবিবার বিকাল পর্যন্ত ডিপোর মালিক বা কোনও কর্মকর্তা ঘটনাস্থলে যাননি। মালিকপক্ষের কেউ না থাকায় কনটেইনার ডিপোতে কী ধরনের কেমিক্যাল ছিল, তা জানতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

মজিবুর রহমান বলেন, ‘কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারিনি। তবে কনটেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি। নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে হতাহতদের পাশে থাকবো। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করবো। দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি হতাহতদের পরিবারের দায়িত্ব নেওয়া হবে। প্রশাসন যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবে সহায়তা করা হবে।’

‘ডিপোতে শতাধিক শ্রমিক ও কর্মকর্তা ছিলেন’ উল্লেখ করে মজিবুর রহমান বলেন, ‘আমরা কোনও তথ্য গোপন করিনি। ডিপোতে শতাধিক শ্রমিক ও কর্মকর্তা ছিলেন। হাইড্রোজেন পার-অক্সাইড ছিল ডিপোতে। হাইড্রোজেন পার-অক্সাইড অতিরিক্ত হিটে আগুন ধরে বিস্ফোরিত হয়েছে। রাসায়নিক পদার্থ ও গার্মেন্টস পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এজন্য হতাহতের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’

ওআ/