অভিনব কায়দায় গরু চুরির চেষ্টা, আটক ৩


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অভিনব কায়দায় গরু চুরির চেষ্টা, আটক ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িতে প্রবেশ করে পানি খাওয়ার কথা বলে অভিনব কায়দায় গরু চুরির চেষ্টাকালে নারীসহ তিন চোর জনতার হাতে আটক।
 
বুধবার (৮ মে) বিকাল ৩ টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৯নং সেক্টরের আলমপুরা হাড়ারবাড়ি এলাকার শাওন মিয়ার বাড়িতে ঘটে এ ঘটনা। 

আটককৃতরা হলেন,ঢাকা কচুখেত এলাকার আদম আলীর ছেলে সাদ্দাম(৩৫), ঢাকা খিলখেত থানার বড়য়া এলাকার শুক্কুর আলীর ছেলে রাসেল (৩৩), একই এলাকার লিমা (২৩) পিতা অজ্ঞাত। 

পুলিশ সূত্রে জানা যায়, তারা তিন জন গরু চুরি করতে এসে জনতার হাতে আটক হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। চুরির ঘটনায় গরুর মালিক শাওন মিয়া রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ জনবাণীকে বলেন, ‍“গরু চোরদের আটক করে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপসহ তিন গরু চোরকে আটক করেন।”

এসএ/