সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সৌদি আরবে হজ করতে যাওয়া এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ঊনষাট বছর বয়সী মো. জাহাঙ্গীর কবির নামের ওই হজযাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে হজযাত্রী জাহাঙ্গীর কবিরের মৃত্যুর খবর জানিয়ে বলা হয়েছে, জাহাঙ্গীর কবিরের পাসপোর্ট নম্বর ‘A 01012228’। ১১ জুন তিনি সৌদি আরবে মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। আর ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই। রবিবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
জি আই/