জাতির পিতার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না: ডিজি ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্মে ছিলেন বলেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র ও স্বাধীন পতাকা পেয়েছি। তাঁর অবিসংবাদিত নেতৃত্বে এ দেশ স্বাধীনতা লাভ করেছে। তাঁর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, আর আমরাও আজকে যেসব মর্যাদাজনক পদে অধিষ্ঠিত হচ্ছি, সেটিও সম্ভব হতো না।”
সোমবার (১৩ জুন) গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় অবস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি সৌধ ঘুরে দেখার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।
জেনারেল মোঃ মাইন উদ্দিন বলেন, “অত্যন্ত আনন্দের বিষয় জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এ দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন এবং বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।”
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন ১৫ আগস্ট কালরাতে জাতির পিতার সাথে তাঁর পরিবারের শহিদ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া শহিদ মুক্তিযোদ্ধাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা, খুলনা বিভাগের উপ-পরিচালক সালেহ উদ্দিন, টুঙ্গীপাড়ার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার, ফায়ার সার্ভিসের স্থানীয় উপ-সহকারী পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানে তাঁকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়ায় তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গীপাড়া ও গোপালগঞ্জ সদর ফায়ার স্টেশন পরিদর্শন করেন। একইদিন তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন।
এসএ/