সব প্রতিষ্ঠানে বাংলা সাইন বোর্ড ব্যবহারের নিদের্শ!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সব প্রতিষ্ঠানে বাংলা সাইন বোর্ড ব্যবহারের নিদের্শ!

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, “৫২’র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে সর্বস্তরে বাংলা প্রচলন না হওয়া দুঃখজনক। তিনি  বলেন, মানুষ নিজে থেকে ভাষার বিষয়টি সম্পর্কে সচেতন না হলে আইন প্রয়োগ করে তা বাস্তবায়ন করা কঠিন। বাংলা ভাষা ব্যাতিত অন্য ভাষার সাইন বোর্ডের বিরুদ্ধে চসিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে। যতদিন নগরীর দৃশ্যমান বিভিন্ন সরকারি-বেসরকারি ও ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলা নিশ্চিত করা সম্ভব হবে না ততদিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়সহ অপসারণের অভিযান অব্যাহত থাকবে।" 

সোমবার (১৩ জুন) সকালে টাইগারপাসস্থ নগর ভবনের মেয়র দপ্তরে সর্বত্র বাংলা প্রচলন উদ্যেগ‘র কমিটির আহবায়ক ডা. মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রদানকৃত স্মারকলিপি গ্রহণকালে তিনি এ কথা বলেন। 

মেয়র বলেন, ‍“আগামী জুলাই থেকে যে সমস্ত প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স নবায়ন বা নতুন লাইসেন্স ইস্যু করবে তাদের সাইনবোর্ড না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। অন্যথায় লাইসেন্স নবায়ন ও ইস্যু করা হবেনা।” 

এ সময় বাংলা প্রচলন উদ্যোগের মুশিউর রহমান খান, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আবুল বাসার, কাউছার উদ্দিন, লায়ন ডা. আর কে রুবেল, দিনরুবা খানম, নিজাম উদ্দিনম বক্তব্য রাখেন।

বীরমুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, “দেশের সংবিধান ১৯৮৭ সালে বাংলা ভাষা আইন ও ২০১৪ সালে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে স্থানীয় সরকার সমুহের উপর ন্যস্ত করেছে। চসিক ইতোমধ্যে নামফলকে বাংলা ভাষা ব্যবহারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য বাংলা প্রচলন উদ্যোগের পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ। আমি আশা করি চসিক আরো উদ্যোগী হয়ে আইন ও আদালতের নির্দেশ বাস্তবায়ন করবে।”

মেয়র রেজাউল করিম চৌধুরী বাংলা প্রচলন উদ্যেগ‘র কমিটির বক্তব্য শ্রবন করে চট্টগ্রাম নগরীতে নাম ফলক বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। 

এসএ/