মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৭৮ জনকে পুশইন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

মৌলভীবাজার পাল্লাথল,শ্রীমঙ্গল সিন্দুরখান ও কুলাউড়া মুড়ইছরা সীমান্ত দিয়ে আবারও পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল ৪৮জন,শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ২৩জন ও কুলাউড়া উপজেলার মুড়ইছরা ৫ জনকে সীমান্ত দিয়ে মোট ৭৮ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ,নারী ও শিশু রয়েছে।
আরও পড়ুন: পরিবেশ রক্ষায় মৌলভীবাজারে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এরা ৬ মাস থেকে ১৭বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের পুশইন করে।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় মোট ৪৯০ জনকে আটক করেছে বিজিবি। এদিকে বিজিবি জানিয়েছে আটককৃতদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করবে পুলিশ।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পরিবেশ রক্ষায় মৌলভীবাজারে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি

মৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানের সাথে জেলা পুলিশের মতবিনিময়

মৌলভীবাজার জেলখানার ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় আওয়ামী লীগের নেতা

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
