পরিবেশ রক্ষায় মৌলভীবাজারে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫


পরিবেশ রক্ষায় মৌলভীবাজারে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি
ছবি: প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজ সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।


আরও পড়ুন:  মৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানের সাথে জেলা পুলিশের মতবিনিময়


মঙ্গলবার (১ জুলাই) মৌলভীবাজার সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার সদর উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমদ, মেহনাজ ফেরদৌস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘সবুজে ঘেরা মৌলভীবাজারকে আরও সবুজ করে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দিতে চাই আমরা।’


এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আয়োজকরা।


আরও পড়ুন: মৌলভীবাজার জেলখানার ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় আওয়ামী লীগের নেতা


প্রকৃতির ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিচ্ছন্ন সবুজ শহর গড়তেই জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।



এসডি/