মৌলভীবাজার জেলখানার ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় আওয়ামী লীগের নেতা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫


মৌলভীবাজার জেলখানার ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় আওয়ামী লীগের নেতা
ছবি: প্রতিনিধি

মনজু বিজয় মৌলভীবাজার: মৌলভীবাজার কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কারারক্ষী, হাজতি ও কয়েদীদের অংশগ্রহণে আয়োজিত ১৬ দলের বিনোদনমূলক প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হাজির ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়। কারাগারের অভ্যন্তরে তার উপস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে। অনেকেই নানা মন্তব্যসহ ছবিটি শেয়ার করেন।ৎ


এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। কারা অভ্যন্তরে বন্দিদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, শরীরচর্চা ও বিনোদনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


প্রসঙ্গত, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


ভানু লাল রায়, যিনি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদেও ছিলেন, তিনি বর্তমানে একটি মামলায় জেলে রয়েছেন।



উল্লেখ্য, গত ৪ আগস্ট মৌলভীবাজারে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর কর্মসূচিকে ঘিরে সংঘটিত হামলা ও নির্যাতনের ঘটনায় দেড় শতাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার। মামলায় ভানু লাল রায়সহ একাধিক নেতা অভিযুক্ত হন। তিনি পরে উচ্চ আদালত থেকে ২৫ আগস্ট ২৮ দিনের জন্য অস্থায়ী জামিন পান। জামিনের মেয়াদ শেষ হলে ২৩ সেপ্টেম্বর তিনি পুনরায় নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।


এদিকে কারাগারে বন্দি থাকাকালীন সময়েও তার সক্রিয়তা এবং প্রীতিমূলক খেলায় অংশগ্রহণের বিষয়টি কারা সংস্কারের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। অনেকে এটিকে বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম হিসেবে ইতিবাচকভাবে দেখলেও, একজন রাজনীতিকের এমন অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ।


ভানু লাল রায় এর বিষয়ে  কারাগারের জেলার ক্জী মাজাহারুল কাছে থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন  তিনি খেলার মাঠে বন্দী হিসাবে মাঠে অংশগ্রহণ করতে পারেন। আবার তিনি বলেন  এই উদ্বোধনী খেলার মাঠে তিনি দর্শক হিসাবে উপস্থিত।


এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসকের ইসমাইল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে একাধিকবার কল দিলে ফোন রিসিভ করেননি। 


এসডি/