সুনামগঞ্জে ত্রাণ বিতরণে সেনাপ্রধান, আইজিপি ও র‌্যাব ডিজি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সুনামগঞ্জে ত্রাণ বিতরণে সেনাপ্রধান, আইজিপি ও র‌্যাব ডিজি

সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করেছেন সেনাপ্রধান, পুলিশের আইজিপি র‌্যাব’র মহা-পরিজচালক। বৃহস্পতিবার (২৩ জুন)দুপুরে সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলায় ওই ত্রাণ বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে সেনাপ্রধান সুনামগঞ্জ শহরের জুবিলী স্কুল মাঠে হেলিকপ্টারে করে এসে পৌঁছান। পরে তিনি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রমে ত্রাণ বিতরণ করেন। 

এ সময় তিনি বলেন, ‍“সেনাবাহিনীর প্রতিটি সদস্য সকলেই অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছে বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর সুযোগ হয়েছে আমরা সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছি।” 

তিনি বলেন, “আমাদের প্রমান করতে হবে আমরা আত্মত্যাগের মাধ্যমে আন্তরিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক খোঁজ রাখছেন এবং আমাকে তথ্য দেন সেগুলোকে আমরা কাজে লাগিয়ে সেখানে লোক পাঠাই সেখানে লোকজন যায়। তবে এখনো আমরা সব জায়গাতে পৌঁছাতে পারিনি তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের প্রথম লক্ষ্য হলো বন্যার্ত মানুষের জীবন বাঁচানো।”
 
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন পুলিশের আইজিপি ড. বেনজির আহমদ বলেছেন, “এই হাওরের জেলায় লক্ষ লক্ষ মানুষ যে আকস্মিক বন্যায় বানবাসি হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন এই জন্য সরকার, জনপ্রতিনিধি ও প্রশাসনের সরকারী কর্মকর্তারা আছেন সবাই মিলে এই বন্যার্ত মানুষজনের কল্যাণে কাজ করছেন।” 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান। 

একই সময় সদর উপজেলার মনিপুর বেদেপল্লীতে ত্রাণ বিতরণ করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “আমরা সবাই মিলে এই বন্যাকে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করে বলেন সিলেটের র‌্যাবের কর্নেল আজাদের উপর জঙ্গীরা হামলা করেছিল তিনি নিজের জীবন দিয়ে সাধারন মানুষজনকে রক্ষা করেছিলেন।”  

এ সময় বিভিন্ন স্তরের আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএ/