পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ফায়ার সার্ভিসের বর্ণিল শোভাযাত্রা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ফায়ার সার্ভিসের বর্ণিল শোভাযাত্রা

স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন দিবসে শনিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টায় বর্ণিল শোভাযাত্রা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। শোভাযাত্রাটি ফায়ার সার্ভিস সদর দপ্তর, ৩৮-৪৬ কাজী আলাউদ্দীন রোড থেকে শুরু হয়ে বঙ্গবাজার মার্কেট হয়ে সরকারি কর্মচারী হাসপাতালের পশ্চিম পাশ দিয়ে গিয়ে হাইকোর্ট মোড় থেকে ঘুড়ে আবার একই রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস অধিদপ্তরে ফিরে আসে। 

অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, সুসজ্জিত বাদকদল এবং ভলান্টিয়ারগণ এতে অংশগ্রহণ করেন। আনন্দ আয়োজনের এই শোভাযাত্রা থেকে ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’; ‘পদ্মা সেতু বিনির্মাণ, শেখ হাসিনার অবদান’; ‘বাংলাদেশ আজ ধন্য, পদ্মা সেতুর জন্য’ ইত্যাদি শ্লোগান দেয়া হয়। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন পদ্মা সেতুর মূল উদ্বোধন অনুষ্ঠানে থাকায় তাঁর পক্ষে অধিদপ্তরের উপপরিচালক (প্রমাসন ও অর্থ) মোঃ ওহিদুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিভিন্ন বাধা অতিক্রম করে অকুতোভয় সাহস নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন, তার উদাহরণ আজকের পদ্মা সেতুর উদ্বোধন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’

জি আই/