একদিনে আরও ৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


একদিনে আরও ৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৫। তাছাড়া এ বছর এখন পর্যন্ত একজন ডেঙ্গুতে মারা গেছেন। এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৬৮ জন।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এরমধ্যে ঢাকায় ৩৩ জন এবং ঢাকার বাইরে ২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৭ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে শুধু ঢাকায় ১১৮ জন এবং ঢাকার বাইরে ৯ জন ভর্তি আছেন। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯২০ জন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়া পেয়েছেন ৭৯২ জন।

ওআ/