Logo

সাস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলাপ করবেন শিক্ষামন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
27Shares
সাস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলাপ করবেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: অনশনকারীদের সাথে আমার কথা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আমি আলাপ করবো। আলাপ করার পরই সংকট সমাধান হবে। শিক্ষামন্ত্...

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: অনশনকারীদের সাথে আমার কথা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আমি আলাপ করবো। আলাপ করার পরই সংকট সমাধান হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শুক্রবার (২১ জানুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম নিয়ে একটি পর্যালোচনা সভা শেষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে এসব কথা জানান। 

এসময় তিনি জানান, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো প্রভাব ফেলবে না। যথাসময়েই ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা খুশি মনে এই সিদ্ধান্ত নিয়েছি। সংক্রমণ কমে আসলে দ্রুত ক্লাস খুলে দেয়া হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার পাশাপাশি টিকাদান কার্যক্রমও অব্যাহত থাকবে।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, বন্ধের কারণে শিক্ষার্থী ঝড়ে পরার হার আশঙ্কাজনক হয়নি। অনলাইন ও অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD