বরিশালে মিনিবাসের চাপায় নিহত ৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বরিশালে মিনিবাসের চাপায় ইজিবাইকের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুরে বাগেরগঞ্জের ঢাকা-কুয়াকাটা মহাসড়কের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- বাকেরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), পৌর ৬ নম্বর ওয়ার্ডের হাসিব (২৫) এবং অটোরিকশচালক সোহাগ (২৪)।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন দূর্ঘটনার কথা নিশ্চিত করে জনবাণীকে বলেন, “আজ বুধবার দুপুরে মিনিবাসটি পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় ইজিবাইকে চালকসহ ৭ জন ছিলেন। তাদের মধ্যে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত ২ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এসএ/