চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে যুবক গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে যুবক গ্রেফতার

নীলফামারী জেলার চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ মাজেদুল ইসলাম অরফে মজি (৩৫)’কে রাজধানীর শাহআলী থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা গেছে, ভূক্তভোগী (১৯) একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী এবং নীলফামারী জেলার জলঢাকা থানাধীন চিড়াভিজা গোলনা এলাকায় তার পালক মা-বাবার সাথে বসবাস করে আসছে। নির্যাতিতার পালিত মা-বাবা ঐ এলাকায় একটি স্টলে চা বিক্রি করতো। প্রতিদিনের মতো তার পালিত মা-বাবা গত ১৫ জুন সকালে তাদের চা স্টলে চা বিক্রি করতে চলে যায় এবং দুপুরের খাবারের জন্য স্টল থেকে বাসায় এসে খাবার খেয়ে ভূক্তভোগীকে একা রেখে পুনরায় চা স্টলে চলে যায়। এই সুযোগে প্রতিবেশী আসামী নির্যাতিতাকে বাসায় একা পেয়ে চুপিসারে ঘরে প্রবেশ করে কাঠের চৌকির উপর ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে নির্যাতিতার চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে মজি ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গত ১৬ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে নীলফামারী জেলার জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামী গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে। 

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদ ও স্থানীয় সোর্সের সহায়তায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল শনিবার (২৩ জুলাই) রাতে শাহ আলী থানাধীন রাইনখোলা কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী মোঃ মাজেদুল ইসলামকে  গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র‌্যাব জানায়, আসামী তার কৃত অপকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে জানায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুযোগ পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।

এসএ/