যানজটের অজুহাত দেখিয়ে ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা আগামীকাল (২৫ জুলাই) সোমবার থেকে। এ বছর রাবিতে ভর্তি পরীক্ষা দিতে প্রায় ১ লাখ ৯০ হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে আসা শুরু করেছে। এসব পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও আসছেন। এমন সুযোগ কাজে লাগিয়ে যানজটের অজুহাত দেখিয়ে বাড়তি ভাড়া আদায় করছে রাজশাহী মহানগরের রিকশা ও অটোরিকশার চালকরা।
রোববার (২৪ জুলাই) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে এমন বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে।
সেখানে গিয়ে দেখা যায়, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রাবি ক্যাম্পাসে আসতে রিকশায় যেখানে ৪০ থেকে ৫০ টাকা ভাড়া সেখানে ১০০ টাকা থেকে ১২০ পর্যন্ত ভাড়া নিচ্ছে চালকরা। অটোরিকশা ভাড়া যেখানে ১৫ টাকা সেখানে নেওয়া হচ্ছে ২৫ টাকা থেকে ৩০ টাকা। ক্যাম্পাস ছাড়া যেকোনো জায়গায় যেতে হলে আগের তুলনায় দিগুণেরও বেশি ভাড়া গুনতে হচ্ছে শিক্ষার্থীদের।
রিকশা-অটোরিকশার চালকদের সাথে কথা বলে জানা গেছে, যানজট বেড়ে যাওয়ার কারণে ভাড়া বেশি নিচ্ছেন তারা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখনো শুরু না হওয়া রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসে আসতে কোনো যানজটের প্রভাব লক্ষ্য করা যায়নি।
এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই রিকশা-অটোরিকশায় বাড়তি ভাড়া দিয়ে ক্যাম্পাসে আসতে হচ্ছে। কেউ কেউ ভাড়া নিয়ে দরকষাকষি করলেও কোনো লাভ হচ্ছে না। একজন না উঠলেও অন্য আরেক যাত্রী ঠিকই পাচ্ছেন চালকেরা।
বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আসা সাজিদুল ইসলাম জণবাণীকে বলেন, “রাজশাহী রেলওয়ে স্টেশন নামার পর বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে যাবো। ভাইয়া বলে দিয়েছে সর্বোচ্ছ ভাড়া ৫০ টাকা নিবে কিন্তু রিকশা চালক আমার কাছে চাচ্ছে ১৩০ টাকা। অটোরিকশা চাচ্ছে ২৫ টাকা। কখনো রাজশাহীতে আসিনি তাই এতোকিছু চিনিনা। যার ফলে বাড়তি ভাড়া দিয়ে রিকশতে যেতে হচ্ছে ক্যাম্পাসে।”
ঢাকা থেকে ছেলেকে নিয়ে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসা মো. জামাল উদ্দিন জনবাণী বলেন, “আমরা ঢাকা থেকে এসেছি। আমার ছেলে রাবির জিয়া হলে থেকে ভর্তি পরীক্ষা দিবেন। রাজশাহী রেলওয়ে স্টেশনে নামার পর ক্যাম্পাসে যাবো বলে রিকশা ভাড়া জিজ্ঞেস করি তারা সবাই ১০০ টাকা থেকে ১২০ ভাড়া চায়। রাজশাহী রাস্তাঘাট তেমন ভালো চিনিনা তাই আমাদের বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে ক্যাম্পাসে যেতে হচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর জনবাণীকে বলেন, “এ বিষয়ে নগর ভবনের মেয়রের সাথে বৈঠক করেছি। তিনি আমাদের সরাসরি নির্দেশনা দিয়েছেন কোনো রিকশা বা অটোরিকশা বেশি ভাড়া নিবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে। আমি আজকেই অটোরিকশা সমিতির সকল চালকদের ও রিকশা চালক নেতাদের নিয়ে বসবো এবং কঠোর ব্যবস্থা নিবো। আমাদের রাজশাহীর সুনাম যেন নষ্ট না হয়। বেশি ভাড়া আদায় করার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।”
রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু বলেন জনবাণীকে বলেন, “ইতোমধ্যে রিকশা-অটোরিকশার ভাড়া সম্পর্কে সিটি কর্পোরেশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। চলাচল সুবিধার জন্য শহরের অটোরিকশাগুলোকে দুই শিফটে ভাগ করা হয়েছে। ভাড়া বেশি নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।”
এসএ/