পুকুরে পড়ে ছিল স্কুল ছাত্রীর বস্তাবন্দি মরদেহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শেরপুরের ঝিনাইগাতীতে পুকুর থেকে মীম আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব বাকাকুড়া গ্রামের আবু সাইদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মীম উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া আদর্শ গুচ্ছগ্রামের মমিন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীম আক্তার কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। মাঝে-মধ্যে সে বাড়ি থেকে বিভিন্নস্থানে চলে যেতো। আবার এক-দুই দিন পর বাড়িতে ফিরে আসতো।
গত শুক্রবার সন্ধ্যায় মীম আদর্শ গুচ্ছগ্রামের বাড়ি থেকে বাকাকুড়া বাজারের উদ্দেশে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তার সন্ধান পাননি।
এদিকে, রোববার দুপুরে উপজেলার পূর্ব বাকাকুড়া গ্রামের আবু সাইদের পুকুরে একটি বস্তা ভাসতে দেখেন স্থানীয় লোকজন। ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীনের নেতৃত্বে ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে।
বস্তায় এক অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ পাওয়া যায়। পরে গুচ্ছগ্রামের বাসিন্দা মমিন মিয়া লাশটি তার মেয়ে মীম আক্তারের বলে শনাক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন সাংবাদিকদের বলেন, “মরদেহটি প্রায় অর্ধগলিত ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”
এসএ/