রাবি’র ভর্তি যুদ্ধ শুরু আজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার (২৫ জুলাই) সকাল ৯ টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা দিয়ে এ বছরের ভর্তিযুদ্ধ শুরু হয়। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ হবে সকাল ১০ টায়। ২য় শিফটের পরীক্ষা বেলা ১১ টায় শুরু হয়ে শেষ হবে ১২ টায় , তৃতীয় শিফটের পরিক্ষা দুপুর একটায় শুরু হয়ে শেষ হবে ২টায়, এবং চতুর্থ শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ২টা ৩০ থেকে এবং শেষ হবে সাড়ে ৩টায়। এই ইউনিটের পরীক্ষায় মোট ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থী অংশ নিবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবছর ৪ হাজার ৬ শত ৪১টি আসনের বিপরীতে ১ লক্ষ ৭৮ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৮ জন শিক্ষার্থীর বেশি। ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তবে এবছর ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে যাবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে পরীক্ষার্থীরা ৩০ মিনিট পূর্বে লাইনে দাড়িয়ে সারিবদ্ধ ভাবে পরীক্ষা হলে প্রবেশ করছে। এছাড়াও পরীক্ষা চলাকালে অভিভাবকদের বসার জন্য ক্যাম্পাসে নির্ধারিত বেশ কয়েকটি স্থানে ব্যবস্থা করা হয়েছে।
এসএ/