পদ্মা সেতু থেকে নামার সময় উল্টে গেল বাস, আহত ২০
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পদ্মা সেতু থেকে নামার সময় ঢাকাগামী টঙ্গী পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। এ কারণেই সেটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে।
পদ্মা সেতু এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মো. জিয়া গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী টঙ্গী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে পদ্মা সেতু থেকে নামার সময় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে উল্টে যায়।
এতে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়কে পড়ে থাকার কারণে যান চলাচলে সমস্যা হচ্ছে। এটি সরানোর জন্য রেকার ডাকা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।।
আরএক্স/