গলাচিপায় রনি ভূইয়া বাহিনীর হামলায় ১ জন নিহত, গ্রেফতার -৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজলে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে রনি ভূইয়া বাহিনীর হামলায় মো. নুরু খাঁন(৬০) নামের একজন নিহত হয়েছে। এসময় নুরু খাঁনের ছেলে নোমান ও ভাতিজা রাসেল সহ ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।সোমবার (২৫ জুলাই) রাত ৮ টার দিকে চরকাজল ইউনিয়নের মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রনি'র বাবা মন্নান ভূইয়ার সাথে নুরু খাঁনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রাত ৮টার দিকে মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে রনি ও তার বাহিনীর সদস্যরা নুরু খাঁনকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এসময় নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেল তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা গিয়ে নুরু খানকে মূমুর্ষ অবস্থায় পেলেও হাসপাতাল নেয়ার আগেই ঘটনা স্থলে মারা যায় সে। আহত বাকি তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা হাসপাতালে চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ খবরপেয়েই ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিদর্শন (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম এর নেতৃত্ব চৌকস ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাত ৪ টার দিকে ৫ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওপরদিকে বাকি আসামিদের ধরার জন্য দুটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবং মৃতের ছেলে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা রুজু করেন। তারই ধারাবাহিকতায় আমরা ৫ জন আসামিকে গ্রেফতার করছি এবং বাকী আসামিদের ধরার জন্য অভিযান চলছে।
আরএক্স/