Logo

কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ, দাম কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:১৪
13Shares
কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ, দাম কত?
ছবি: সংগৃহীত

দুর্গাপূজার আগে কলকাতার বাজারে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইলিশ এসেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বনগাঁ সীমান্ত দিয়ে ১০টি ট্রাকের মাধ্যমে ৫০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়। পরের ধাপে আরও ৫০ মেট্রিক টন ইলিশ পৌঁছেছে কলকাতার পাইকারি বাজারে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালেই কলকাতা ও হাওড়ার বাজারে ইলিশ নিলামে ওঠে। খুচরা বিক্রেতারা জানান, প্রতি কেজি ইলিশের দাম বর্তমানে ১৬০০–১৭০০ টাকা। উৎসবকালীন চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শারদোৎসবের আগে ধাপে ধাপে মোট ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হবে। ২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতির অধীনে শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানি করা সম্ভব। প্রথমবার বিদেশে রপ্তানি অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে এবং সেসময় থেকেই দুর্গাপূজার সময় ইলিশ পাঠানো হয়ে আসছে।

এবার অন্তর্বর্তীকালীন সরকার ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশ ন্যূনতম ১২.৫ ডলার (প্রায় ১ হাজার ৫৭০ টাকা) দামে রপ্তানি করা যাবে। মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যে কলকাতা ও আশেপাশের বাজারে বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD