কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ, দাম কত?

দুর্গাপূজার আগে কলকাতার বাজারে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইলিশ এসেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বনগাঁ সীমান্ত দিয়ে ১০টি ট্রাকের মাধ্যমে ৫০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়। পরের ধাপে আরও ৫০ মেট্রিক টন ইলিশ পৌঁছেছে কলকাতার পাইকারি বাজারে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালেই কলকাতা ও হাওড়ার বাজারে ইলিশ নিলামে ওঠে। খুচরা বিক্রেতারা জানান, প্রতি কেজি ইলিশের দাম বর্তমানে ১৬০০–১৭০০ টাকা। উৎসবকালীন চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শারদোৎসবের আগে ধাপে ধাপে মোট ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হবে। ২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতির অধীনে শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানি করা সম্ভব। প্রথমবার বিদেশে রপ্তানি অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে এবং সেসময় থেকেই দুর্গাপূজার সময় ইলিশ পাঠানো হয়ে আসছে।
এবার অন্তর্বর্তীকালীন সরকার ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশ ন্যূনতম ১২.৫ ডলার (প্রায় ১ হাজার ৫৭০ টাকা) দামে রপ্তানি করা যাবে। মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যে কলকাতা ও আশেপাশের বাজারে বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে।
বিজ্ঞাপন