Logo

আজকের বাজারে ভরিপ্রতি যে দামে বিক্রি হচ্ছে সোনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০১
62Shares
আজকের বাজারে ভরিপ্রতি যে দামে বিক্রি হচ্ছে সোনা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে সোনার দাম প্রায়ই ওঠানামা করে। কারণ এ ধাতুটি আমদানি নির্ভর। দেশের অভ্যন্তরে সোনার দামের সঠিক সমন্বয় করে থাকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সর্বশেষ ৯ সেপ্টেম্বর রাতে সোনার দাম সমন্বয় করা হয় এবং আজ (সোমবার) সেই দামে সোনা বিক্রি হচ্ছে।

বর্তমান দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। ২১ ক্যারেটের ভরিপ্রতি দাম ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা। আর সনাতনী পদ্ধতির সোনার ভরি ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।

বিজ্ঞাপন

এছাড়া বিক্রয়মূল্যের সঙ্গে যোগ হবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির অঙ্ক পরিবর্তিত হতে পারে।

উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছর এখন পর্যন্ত মোট ৫২ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ১৬ বার।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD