Logo

বিশ্ববাজারে সোনার দাম সর্বকালের রেকর্ডে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯
50Shares
বিশ্ববাজারে সোনার দাম সর্বকালের রেকর্ডে
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও নতুন ইতিহাস গড়ল সোনার দাম। সোমবার (১৫ সেপ্টেম্বর) আউন্সপ্রতি সোনার দাম প্রথমবারের মতো ৩ হাজার ৬৮০ ডলার ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, স্পট মার্কেটে সোনার মূল্য বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৬৮০ দশমিক ৮০ ডলারে। সেশনের শুরুতে এটি আরও এগিয়ে রেকর্ড ৩ হাজার ৬৮৫ দশমিক ৩৯ ডলারে পৌঁছায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচার গোল্ড ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৭১৯ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলার দুর্বল হওয়া ও বন্ড ইল্ড কমে আসায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। তাছাড়া ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে বাজারে বড় ধরনের নড়াচড়া দেখা যাচ্ছে, যা বছরের শেষ ভাগের আর্থিক নীতি নির্ধারণে দিশা দেবে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডলার সূচক ০.৩ শতাংশ হ্রাস পেয়ে এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এতে অন্য মুদ্রাধারীদের জন্য সোনা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। একই সঙ্গে মার্কিন ১০ বছরের ট্রেজারি বন্ড ইল্ডও নিচে নেমে গেছে।

ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা প্রায় নিশ্চিত যে বুধবার ফেড ২৫ বেসিস-পয়েন্ট সুদের হার কমাবে। এটি হবে গত বছরের ডিসেম্বরের পর প্রথম সুদহার হ্রাস। যদিও কিছু বিশ্লেষক ৫০ বেসিস-পয়েন্ট কমানোর প্রত্যাশাও করছেন।

জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট পিটার গ্রান্ট বলেন, বাজার ইতোমধ্যেই ২৫ বেসিস-পয়েন্ট হ্রাসের প্রত্যাশাকে মূল্যায়ন করেছে। বছরের শেষ নাগাদ আরও এক বা দুটি সুদহার হ্রাস হতে পারে। সোনার স্বল্পমেয়াদি লক্ষ্য আউন্সপ্রতি ৩ হাজার ৭৩০ থেকে ৩ হাজার ৭৪৩ ডলার পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন

অর্থনীতিবিদদের মতে, কম সুদের পরিবেশে সোনা সাধারণত ভালো ফলাফল দেখায়। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের চাপ ফেডের নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখছে।

এছাড়া চীন সম্প্রতি সোনা আমদানি ও রপ্তানির বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা করছে, যা বৈশ্বিক চাহিদা বাড়িয়ে দিয়েছে। ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, সরকারি ও বেসরকারি উভয় স্তরে চাহিদা বৃদ্ধি বর্তমান দামের ঊর্ধ্বগতিকে ত্বরান্বিত করছে।

বিজ্ঞাপন

শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুতেও পরিবর্তন দেখা গেছে। স্পট সিলভার বেড়েছে ১.১ শতাংশ, আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪২ দশমিক ৬২ ডলারে। প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ দশমিক ৭৭ ডলারে, তবে প্যালাডিয়ামের দাম সামান্য কমে নেমেছে আউন্সপ্রতি ১ হাজার ১৯৩ দশমিক ২১ ডলারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD