১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে এসেছে ১৩০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ বছর সেপ্টেম্বরের প্রথমার্ধে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৪ সালের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছিল ১১৫ কোটি ডলার রেমিট্যান্স। অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ১৫ কোটি ৬০ লাখ ডলার।
বিজ্ঞাপন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। এর পর আগস্টে দেশে আসে ২৪২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের পাঠানো এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
বিজ্ঞাপন
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশে কর্মসংস্থান বাড়া এবং প্রণোদনা অব্যাহত থাকায় রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে টেকসই ধারা বজায় রাখতে প্রবাসী কর্মীদের কল্যাণ ও প্রণোদনা কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন