এনআরবিসি ব্যাংকের নতুন ডিএমডি মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান

মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান এনআরবিসি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে তিনি দেশের ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি শুধু প্রযুক্তির দিক থেকেই নয়, বরং গ্রাহককেন্দ্রিক ব্যবসায়িক মডেল, কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক ও অপারেশনাল কৌশল তৈরিতেও নেতৃত্ব দিয়ে আসছেন।
এনআরবিসি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি কমিউনিটি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০৫ সালে ব্র্যাক ব্যাংকে নেটওয়ার্ক ও ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর তিনি ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংক ও এক্সিম ব্যাংকে আইটি ও অপারেশনস বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্যাংক এশিয়া ও স্ট্যান্ডার্ড ব্যাংকে তিনি আইটি বিভাগের প্রধান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেন।
বিজ্ঞাপন
ঢাকার নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী কাইয়ুম খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে (EEE) স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিচরণও উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্র, ভারত, মালায়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের নানা দেশে ব্যাংকিং ও প্রযুক্তি খাতভিত্তিক বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন তিনি।
ব্যাংকের পক্ষ থেকে কাইয়ুম খানের এই নিয়োগকে ভবিষ্যৎমুখী ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছে। এনআরবিসি ব্যাংক আশা করছে, তার নেতৃত্বে ব্যাংকের অপারেশনস, ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং সেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন