নিত্যপণ্যের প্রতিদিনের দাম জানাবে ‘বাজারদর’ অ্যাপ

বাজারে গিয়ে কোন পণ্যের দাম আসলেই কত? এ নিয়ে ভোক্তাদের দ্বিধা এবার কাটতে যাচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু করেছে ‘বাজারদর’ নামের একটি মোবাইল অ্যাপ, যেখানে প্রতিদিন শতাধিক পণ্যের হালনাগাদ মূল্য পাওয়া যাবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, “প্রতিদিন বাজারে যাচ্ছেন, কিন্তু সঠিক দামের বিষয়ে দ্বিধায় পড়ছেন? আর নয় দুশ্চিন্তা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে বাজারদর অ্যাপ। প্রতিদিনের হালনাগাদ দামের জন্য এখনই গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন।”
অ্যাপটিতে দুইটি প্রধান বিভাগ রাখা হয়েছে- ‘খাদ্যসামগ্রী’ ও ‘অন্যান্য’।
আরও পড়ুন: আগামীকাল গ্রামীণফোনের রিচার্জ বন্ধ
বিজ্ঞাপন
খাদ্যসামগ্রীতে চাল, আটা, তেল, চিনি, লবণ, ডাল, আলু, মসলা, মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি ও ফলের দাম প্রতিদিন হালনাগাদ করা হচ্ছে। উদাহরণস্বরূপ, চালের পাঁচটি ধরন (নাজির/মিনিকেট, পাইজাম/আটাশ, স্বর্ণা/চায়না ইরি, সুগন্ধি, কাটারিভোগ) আলাদা করে দাম দেখা যাবে। একইভাবে ডাল, মসলা, শাকসবজি ও ফলের ক্ষেত্রেও প্রকারভেদে দাম জানা যাবে।
মাছ ও মাংসের ক্ষেত্রে রুই, কাতল, ইলিশ, চিংড়ি থেকে শুরু করে গরু, খাসি, মুরগি, হাঁস, কবুতর পর্যন্ত প্রতিটি পণ্যের আলাদা আলাদা দর দেওয়া রয়েছে।
দুধ ও ডিমের ক্ষেত্রেও লাল, সাদা, দেশি মুরগি কিংবা হাঁসের ডিমের পৃথক দাম আপডেট করা হচ্ছে।
বিজ্ঞাপন
শাকসবজির মধ্যে পুঁইশাক, কলমি শাক, বেগুন, পটল, টমেটো, লাউ, উচ্ছে, গাজর, ঢেঁড়স, লেবু, কচুর মুখি ইত্যাদি প্রতিদিনের দর পাওয়া যাবে।
আরও পড়ুন: অনলাইন সার ব্যবস্থাপনা ঠেকাতে অপতৎপরতা
ফলের তালিকায় পেয়ারা, আনারস, আম, আপেল, কমলা, কলা, ড্রাগন ফলসহ আমদানি ও দেশি নানা ধরনের ফল অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ‘অন্যান্য’ ক্যাটাগরিতে এলপিজি গ্যাস (বিভিন্ন সাইজের সিলিন্ডার), ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামও প্রতিদিন হালনাগাদ করা হচ্ছে।
ব্যবহারের নিয়ম
গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করার পর ব্যবহারকারীকে বিভাগ ও জেলা সিলেক্ট করতে হবে। এরপর নির্দিষ্ট ক্যাটাগরি থেকে প্রতিদিনের দাম দেখা যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, অ্যাপটি অফলাইনেও ব্যবহারযোগ্য, অর্থাৎ ইন্টারনেট ছাড়াই ব্যবহারকারী সর্বশেষ আপডেট করা দাম দেখতে পারবেন।
বিজ্ঞাপন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আশা করছে, এই অ্যাপ বাজারের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং ভোক্তাদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।