দিশা পাটানির বাড়িতে গুলি, বাবা বেঁচে ফিরলেন

উত্তর প্রদেশের মথুরায় বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলি চালার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দিশার বোন খুশবু পাটানি দুই আধ্যাত্মিক গুরু—সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজ—কে অপমান করেছেন; সেই ক্ষোভ থেকেই হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন দিশার বাবা। তিনি জানিয়েছেন, অন্তত ৮–১০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। বাড়ির পোষ্য কুকুরের অস্বাভাবিক আচরণের কারণে তিনি সতর্ক হয়ে বেঁচে গিয়েছেন।
হামলার দায় স্বীকার করেছেন গোল্ডি ব্রার ও রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায়। পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে এবং উদ্ধার হওয়া গুলিগুলো বিদেশি বলে জানা গেছে।
দিশা ও খুশবুর বাবা বলছেন, খুশবুর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং পরিবারের হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা অটুট আছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
