‘পিছে তো দেখো’ খ্যাত তারকা আহমাদের ছোট ভাই মারা গেছেন

পাকিস্তানের ক্ষুদে তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।
ইনস্টাগ্রামে এক পোস্টে লেখা হয়, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।”
বিজ্ঞাপন
‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে আলোচনায় আসেন আহমাদ শাহ। এরপর ছোট ভাই উমরও রমজানের অনুষ্ঠান ও গেম শোতে অংশ নিয়ে পরিচিতি পান।
পরিবার জানিয়েছে, এটি তাদের দ্বিতীয় বড় বিয়োগান্তক ঘটনা। এর আগে তাদের মেয়ে আয়েশাও মারা যান। উমরের মৃত্যুর খবরে ভক্ত ও সহশিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন