এবার আইনি বিপাকে উর্বশী ও মিমি চক্রবর্তী

অনলাইনে নিষিদ্ধ বেটিং অ্যাপের প্রচারে আর্থিক লেনদেনকে ঘিরে শুরু হওয়া তদন্তে নাম জড়ালো বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ও টলিউড অভিনেত্রী সাবেক সাংসদ মিমি চক্রবর্তীর।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, উর্বশীকে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিল্লির ইডি হেডকোয়ার্টারে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে মিমি চক্রবর্তীকে একই মামলায় আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) তলব করা হয়েছে।
ইডি জানিয়েছে, বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের সন্দেহে তদন্ত চলছে। এই অ্যাপের সঙ্গে যুক্ত একাধিক উচ্চপ্রোফাইল ব্যক্তিত্বকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না ও শিখর ধাওয়ানও।
তদন্তকারীদের মতে, বেটিং অ্যাপের প্রচার এবং সম্ভাব্য আর্থিক লেনদেনে সেলিব্রেটিদের ভূমিকা নিয়েও যথেষ্ঠ প্রশ্ন উঠেছে। সেই কারণেই উর্বশী রাউতেলা ও মিমি চক্রবর্তীকে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন: বেকার ছেলে বিয়ে করবেন কোটিপতি তানিয়া
প্রথমে এই ঘটনায় জড়িয়ে পড়েন টলি অভিনেতা অঙ্কুশ হাজরাও। বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটিলতায় জড়িয়েছেন অঙ্কুশ। এর আগেও একাধিক তারকার নাম জড়িয়েছিল অবৈধ বেটিং অ্যাপের প্রচারের জন্য।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
