Logo

এবার আইটেম গানে সামিরা খান মাহি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪১
7Shares
এবার আইটেম গানে সামিরা খান মাহি
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এবার আসছেন সম্পূর্ণ নতুন রূপে। প্রথমবারের মতো তাকে দেখা যাবে আইটেম গানে। তবে এটি কোনো সিনেমায় নয়, বরং একটি মেগা ধারাবাহিকে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক ‘খুশবু’। এর প্রথম পর্বেই থাকবে মাহির আইটেম গান। সেখানে তাকে দেখা যাবে ঢাকাই সিনেমার নায়িকা তিতলি মির্জার চরিত্রে। যদিও নিয়মিতভাবে এই নাটকে তিনি থাকছেন না।

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’র গল্পে উঠে আসবে জীবনের কঠিন সময় পার করতে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর সংগ্রাম। পাশাপাশি এতে দেখা যাবে গার্মেন্টস কর্মী নারীদের সুখ-দুঃখ, স্বপ্ন ও বাস্তবতার নানা চিত্র। শুধু তাই নয়, ‘খুশবু’-তে রূপালি পর্দার আড়ালের সিনেমার মানুষদের জীবনকাহিনিও ফুটিয়ে তোলা হবে।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ অভিজ্ঞ অভিনয়শিল্পীরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD