Logo

‘কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত নই’

profile picture
বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:০৬
7Shares
‘কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত নই’
ছবি: সংগৃহীত

একসময় বলিউডে একের পর এক সুপারহিট সিনেমায় নজর কাড়া অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমার জন্য নয়, বরং ইন্ডাস্ট্রির অন্দরমহলের নানা অসঙ্গতি নিয়ে খোলামেলা বক্তব্য দিয়ে।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন বলিউডের অন্ধকার দিক, যা নিয়ে সাধারণত তারকারা মুখ খুলতে চান না।

আমিশা জানান, বলিউডে নিজস্ব অবস্থান তৈরি করা সবসময় সহজ ছিল না। তিনি বলেন, আমি কোনও গ্রুপের সঙ্গে যুক্ত নই। মদ্যপান, ধূমপান করি না। কাজ পাওয়ার জন্য কারও পেছনে ঘুরি না বা তোষামোদ করি না। আমি যা অর্জন করেছি, নিজের যোগ্যতায় করেছি। এ কারণেই অনেকের চোখে আমি অপ্রিয়।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, ‘ইন্ডাস্ট্রিতে আপনার কোনও প্রেমিক বা স্বামী না থাকলে আপনার পক্ষে বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে তুলে ধরাও কঠিন হয়ে পড়ে। আপনি অন্যদের কাছ থেকে কম সাপোর্ট পাবেন। বহু বছর ধরে চলে আসছে এই বিষয়গুলো।’

‘৯০ শতাংশ সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কেনেন। এজেন্সিগুলো মানুষের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দাবি করে। বিনিময়ে, তারা লক্ষ লক্ষ ফলোয়ার পাইয়ে দেয়। আমাদের সকলের সঙ্গে সেই এজেন্সি যোগাযোগ করেছে।’

অভিনেত্রীর মতে, ‘অনেক সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের অনেক টাকাও দিয়েছে। এরা যদিও আসল ফলোয়ার নয়। আমার কাছেও অনেকবার টাকা চাওয়া হয়েছিল। কিন্তু আমি এই প্রস্তাব রিজেক্ট করেছি। আমি আমার আসল ভক্তদের পছন্দ করি। তাই চাই না যে টাকা দিয়ে আমায় ফলো করাতে।’

বিজ্ঞাপন

গত বছর সানি দেওলের সঙ্গে ‘গদর ২’ সিনেমায় অভিনয় করে আবারও আলোচনায় আসেন আমিশা প্যাটেল। এই সফল কামব্যাকের পর তার বক্তব্য যেন আরও জোরালো হয়ে উঠেছে।

সাক্ষাৎকারে তার সরাসরি ও অকপট মন্তব্য প্রমাণ করে, বলিউডে আজও এমন কিছু কণ্ঠ রয়েছে, যারা ভীরু নয়, বরং সত্য বলতেই সাহসী।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD