Logo

মালাইকা অরোরার প্রেম নিয়ে গুঞ্জন

profile picture
বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৫, ১২:৫৬
11Shares
মালাইকা অরোরার প্রেম নিয়ে গুঞ্জন
ছবি: সংগৃহীত

বলিউডের ফিটনেস আইকন মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর থেকে মালাইকা বেশ আড়ালে ছিলেন। কিন্তু সম্প্রতি তার প্রেম জীবন নিয়ে নতুন গুঞ্জন জোরালো হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে সম্প্রতি এনরিক ইগলেসিয়াসের কনসার্টে মালাইকাকে এক ব্যক্তির সঙ্গে দেখা গেছে। জানা গেছে, ওই ব্যক্তি তরুণ হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা। কনসার্টের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

গুঞ্জন আরও জোরালো হয়, যখন মুম্বাই বিমানবন্দরে দু’জনকে প্রায় একই সময়ে একই টার্মিনালে উপস্থিত হতে দেখা যায়। মালাইকা কিছুটা এগিয়ে ছিলেন, আর হর্ষকে ক্যাজুয়াল পোশাকে মাস্ক পরে তার পিছু নিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

পরবর্তীতে পার্কিং এরিয়ায় দু’জনকে একই গাড়িতে ওঠার দৃশ্যও ধরা পড়ে। মালাইকা আগে গাড়িতে বসেন এবং কয়েক সেকেন্ড পরেই হর্ষ মেহতা একই গাড়িতে প্রবেশ করেন। এই দৃশ্য নেটিজেনদের মধ্যে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।

যদিও দু’জনই ক্যামেরার সামনে একসঙ্গে ধরা দিতে চাননি, এই ছোট্ট মুহূর্তই তাদের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD