স্মৃতি–পলাশের বিয়ে স্থগিত, অন্তরঙ্গ চ্যাটে ঘনাচ্ছে সংশয়

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে সংবাদ শিরোনামে ছিল। পাঁচ বছরের প্রেমের পর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে অনুষ্ঠান সাজানো হয়েছিল। বাগদান, গায়েহলুদ ও সংগীত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, কিন্তু বিয়ে স্থগিত ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) সকালে স্মৃতির বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিয়ের দিনটি বাতিল করা হয়। এর মধ্যে পলাশও কিছু সময় হাসপাতালে ছিলেন, পরে বাসায় ফেরেন।
হঠাৎই স্মৃতি তার ইনস্টাগ্রাম থেকে বাগদান ও গায়েহলুদসহ বিয়েসংক্রান্ত সব পোস্ট মুছে দেন। এই সময়ে গুঞ্জন শুরু হয় যে, কোনো কারণে স্মৃতি ও পলাশের সম্পর্কের অবনতি ঘটেছে।
ঘটনাটি আরও জটিল হয়ে ওঠে, যখন মেরি ডি’কস্তা নামে এক নারীর সঙ্গে পলাশের অন্তরঙ্গ আলাপের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মেরি দাবি করেন, পলাশ তাঁকে হোটেলে একসঙ্গে সাঁতার কাটার জন্য ডেকেছিলেন। আলোচনায় দেখা যায়, পলাশ ‘লং ডিসট্যান্স’ সম্পর্ক নিয়ে বলেছেন এবং ভিন্ন শহরে থাকার কারণে সম্পর্ক আগের মতো টান নেই বলেও মন্তব্য করেছেন।
বিজ্ঞাপন
মেরি ডি’কস্তা পেশায় নৃত্যপরিচালক। জানা যায়, তিনি স্মৃতি ও পলাশের বিয়ের সংগীত অনুষ্ঠানের নাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। বাগদান চার দিন আগে এক নারীর সঙ্গে পলাশকে চুম্বন করতে দেখা গিয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে।
পলাশ মুচ্ছলের বোন, সংগীতশিল্পী পলক মুচ্ছল, একটি ইনস্টাগ্রাম পোস্টে সকলকে গোপনীয়তাকে সম্মান করার জন্য অনুরোধ করেছেন। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটের সত্যতা এখনো যাচাই করা হয়নি। স্মৃতি বা পলাশ কেউই বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
প্রশ্ন এখনও অব্যাহত: স্মৃতি ও পলাশের বিয়ে কি শেষ পর্যন্ত হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।








