Logo

রেট্রো সাজে আলিয়া, নতুন রূপে রণবীর

profile picture
বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৫, ১২:০৪
8Shares
রেট্রো সাজে আলিয়া, নতুন রূপে রণবীর
ছবি: সংগৃহীত

বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বনশালির নাম উচ্চারিত হলেই দর্শকদের চোখে ভেসে ওঠে জমকালো সব দৃশ্য আর রাজকীয় উপস্থাপন। তার নতুন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’–এ একসঙ্গে দেখা যাবে আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। এই তারকা ত্রয়ীকে এক ফ্রেমে দেখার উত্তেজনায় সিনেমাপ্রেমীরা অপেক্ষায় দিন গুনছেন।

বিজ্ঞাপন

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে শুটিং সেটের কিছু ঝলক। বিশেষ করে আলিয়ার রেট্রো স্টাইল ও রণবীরের ভিন্নধর্মী লুক নিয়ে নেটিজেনদের মধ্যে জোর আলোচনা চলছে।

আইফার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়— শুটিং বিরতিতে আলিয়া ও রণবীর দৃশ্যের রিহার্সালে ব্যস্ত। আর তাদের খুব কাছে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছেন পরিচালক বনশালি।

বিজ্ঞাপন

আশির দশকের নায়িকাদের অনুপ্রেরণায় সাজানো আলিয়ার লুকে যেন এক ধরনের ধ্রুপদী ছোঁয়া আছে। অনেকে তাকে দেখে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মতো মনে হয়েছে বলে মন্তব্য করেছেন। একজন ভক্ত লিখেছেন, “দুজনকে দেখে যেন রাজ কাপুর আর শর্মিলা ঠাকুরের রসায়ন মনে পড়ছে।” আরেকজন বলেছেন, “বনশালির জাদু দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না।”

অন্যদিকে রণবীর কাপুরও ছবিটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। এটি তার ‘ড্রিম প্রজেক্ট’ উল্লেখ করে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন— বনশালির সেটে কাজ করা যদিও বেশ পরিশ্রমের, তবুও একজন শিল্পীর জন্য এটি ভীষণ তৃপ্তিদায়ক অভিজ্ঞতা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD