Logo

আখতারকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২২
31Shares
আখতারকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে থাকা ড. ইউনূসের প্রতিনিধিদলের সদস্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে এবং পরে জিজ্ঞাসাবাদ শেষে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।

এর আগে আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ কর্মীরা ‘জয় বাংলা’, ‘রাজাকার’ ইত্যাদি স্লোগান দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।

বিজ্ঞাপন

একপর্যায়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD