Logo

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৪০২ জন আটক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৭
16Shares
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৪০২ জন আটক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার দুইটি রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে ৭২ বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানটি অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগ বন্ধ এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হয়।

বিজ্ঞাপন

জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় পরিচালিত অভিযানে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানে কারখানার মানবসম্পদ বিভাগের দুইজন স্থানীয় পুরুষকর্মীকেও আটক করা হয়েছে। অভিযানটি জোহর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখা, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)-এর সহযোগিতায় সম্পন্ন হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, অভিযান চলাকালীন কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও সব বহির্গমন পথ দ্রুত বন্ধ করার ফলে তাদের চেষ্টা ব্যর্থ হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কারখানায় অবৈধ শ্রমিক নিয়োগসহ অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের সুসংগঠিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। আটক ব্যক্তিদের সবাইকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী সন্দেহভাজন হিসেবে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

দাতুক মোহদ রুসদি জোর দিয়ে বলেন, অবৈধ শ্রমিক নিয়োগ করে যারা আর্থিক সুবিধা অর্জন করছে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। জোহরজুড়ে ধারাবাহিক ও সমন্বিত অভিযান চালিয়ে অবৈধ নিয়োগচক্র ভেঙে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে, নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ইস্পাত কারখানায় পরিচালিত পৃথক অভিযানে ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ অভিযানে আটক সবাই বাংলাদেশি নাগরিক।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, চলমান অভিযান অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD