Logo

এনআরবি কানেক্ট ডেতে তারেক রহমানের বার্তা স্থান না পাওয়ায় প্রবাসীদের হতাশা

profile picture
বিশেষ প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:০৮
30Shares
এনআরবি কানেক্ট ডেতে তারেক রহমানের বার্তা স্থান না পাওয়ায় প্রবাসীদের হতাশা
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে অনুষ্ঠিত এনআরবি কানেক্ট ডে-তে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বার্তা বা শুভেচ্ছা বক্তব্য স্থান না পাওয়ায় প্রবাসী মহলে হতাশা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা হুমায়ূন কবিরসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা নেতা-কর্মী, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, পরিবেশবিদ ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ফ্লোরিডা বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার বলেন, “আমাদের নেতা তারেক রহমানের বার্তা অনুষ্ঠানে না থাকায় আমি অত্যন্ত দুঃখিত। এতো বড় আয়োজন পূর্ণতা পেত যদি তার শুভেচ্ছা বক্তব্য অন্তর্ভুক্ত থাকত।”

তিনি আরও জানান, প্রবাসী নেতাকর্মীরা সবসময় নেতৃত্বের প্রতি অনুগত থাকলেও এ ধরনের ব্যবস্থাপনার ত্রুটি ভবিষ্যতে আর না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একইসঙ্গে তিনি প্রবাসীদের ভোট প্রক্রিয়া বাস্তবায়নে তারেক রহমানের দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠান-পরবর্তী আলোচনায় বক্তারা উল্লেখ করেন, বিএনপির আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসীদের ভূমিকা দিন দিন গুরুত্ব পাচ্ছে। তাদের রাজনৈতিক অংশগ্রহণ ভবিষ্যতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে শক্তিশালী সহায়তা হিসেবে কাজ করবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD