কাকে বিয়ে করতে গোয়ায় গেলেন মৌনি?
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: আর মাত্র এক দিনের অপেক্ষা। তারপরেই
(২৭ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়।
মঙ্গলবার
(২৫ জানুয়ারি) ব্রাউন ট্র্যাভেল স্যুট চোখ কালো রোদচশমা পরে মুম্বাই বিমানবন্দরে হাজির
হন ‘নাগিন ৩’ খ্যাত এই অভিনেত্রী। বিয়ের জন্যে গোয়া উড়ে গেলেন মৌনি।
ভারতীয়
গণমাধ্যমের খবরে বলা হয়, দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে
জড়িয়ে পড়েন মৌনি। দীর্ঘ এক বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
গোয়ার এক পাঁচতারা রিসোর্টে বসছে তাঁদের বিয়ের আসর।
করোনা
আবহের কারণে কিছু নিয়মের উল্লেখ করেছেন তাঁরা। টিকার দু'টি ডোজ নিয়েছেন তাঁরাই বিয়েতে
প্রবেশাধিকার পাবেন। করণ জোহর, একতা কাপুর, অশিকা গোরাদিয়া-সহ একাধিক বলি তারকা বিয়ের
আসরে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।
ওআ/