চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ৫ বাড়ি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩১ পিএম, ১লা মার্চ ২০২৪


চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ৫ বাড়ি
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ৫বাড়ি পুড়ে ছাই হয়েছে।


শুক্রবার (১ মার্চ) ভোর চারটার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড হাজি পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


আরও পড়ুন: কক্সবাজারে চায়ের বিল চাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা


পুড়ে যাওয়া বাড়ির মালিক নুরুল ইসলাম জানান, ভোরে হঠাৎ শোরচিৎকার শুরু হলে দেখা যায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ছে। পাশাপাশি হওয়ায় ৫টি বাড়ি আগুনে পুড়ে যায়। তবে শিশু-নারী-পুরুষ কেউ আহত হয়নি। আগুনে পুড়ে আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এতে ৩-৪ লক্ষ নগদ টাকাও পুড়ে যায়।


ক্ষতিগ্রস্থ দলিলুর রহমান নামে এক বৃদ্ধ বলেন, আগুনে আমার সব কিছু পুড়ে গেছে। আর কিছুই রইলনা।


পূর্ব বড় ভেওলা ইউপি’র ৯নম্বর ওয়ার্ডের সদস্য হারুনর রশীদ বলেন, আবুল কাশেম মাঝির বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরপর লাগোয়া ৫টি বাড়ি মুহুর্তে পুড়ে ছাই হয়ে যায়।


আরও পড়ুন: কক্সবাজারে পর্যটক বেশে সংঘবদ্ধ চোর চক্রের নারী সদস্য গ্রেফতার


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে টিন ও নগদ টাকা সহায়তা দেয়া হবে।


আরএক্স/