কোটি টাকার আইসসহ সংগীতশিল্পী গ্রেফতার


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৩ পিএম, ২৭শে এপ্রিল ২০২৪


কোটি টাকার আইসসহ সংগীতশিল্পী গ্রেফতার
সংগীতশিল্পী এনামুল কবির রেবেল - ছবি: সংগৃহীত

এক কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ সংগীতশিল্পী এনামুল কবির রেবেল নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


আরও পড়ুন: আমি ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক একজন মানুষ: বিদ্যা বালান


পুলিশ জানায়, এনামুল কবির রেবেল জনপ্রিয় ব্যান্ড শিল্পী পপগুরু আজম খানের দলের সদস্য ছিলেন।


মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: বুবলীকে ডাক্তার দেখানো উচিত, বললেন অপু বিশ্বাস


তিনি বলেন, “জব্দ আইসের মূল্য এক কোটি টাকা। আজ শনিবার দুপুরে রামপুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।”


জেবি/এসবি