Logo

বুবলীকে ডাক্তার দেখানো উচিত, বললেন অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৪, ০১:২০
161Shares
বুবলীকে ডাক্তার দেখানো উচিত, বললেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

আমি আসলে কী বলব, বুঝতে পারছি না

বিজ্ঞাপন

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক নতুন তথ্য জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢাকাই সিনেমার এই আলোচিত অভিনেত্রী শাকিব খানের সাথে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাক্ষাৎকারে। একবার তিনি বলছেন, ‘আইনগতভাবে আমি এখনো শাকিবের বৈধ স্ত্রী।’ আবার বলছেন, ‘আমি শাকিবের সাথে কোয়ালিটি টাইম পার করি, আমাদের সন্তান বেশিরভাগ সময় সে সুযোগটাও করে দেয়।’ এবার শাকিব খান সম্পর্কে বুবলীর এমন মন্তব্য নিয়ে মুখ খুলেছেন ঢালীউডের কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস।

তার হাতে রান্না করা খাবার শাকিব খানের বেশ পছন্দ, শাকিবের ডায়েট, ওজন হ্রাসের বিষয়গুলোর সম্পর্কে বুবলীর সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে হেসে দেন অপু। হাসতে হাসতে এই নায়িকা বলেন, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারিয়ে ফেলেছি, আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আমি আসলে কী বলব, বুঝতে পারছি না।’

বিজ্ঞাপন

কিছুদিন ধরেই শাকিব খানের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা, নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করছেন তিনি। অপু বলেন, ‘এই যে উনি একের পর এক শাকিবের হাঁড়ির খবর দিচ্ছেন, আমি কিন্তু কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু বেশ মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ বিষয়ে আর কি-ই বা বলব। ওনার মনে হয় ডাক্তার 

দেখানো উচিত।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপু বিশ্বাস বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। একটা মহল বলেন যে, অপু বিশ্বাসের হাতে কাজ নেই। এটি বলে কী প্রমাণ করতে চান তারা, আমি এটা জানি না। আর এটির বিশ্লেষণ দেওয়ার বিষয়টিও আমি সেভাবে মনে করি না। তবে এখন যে কাজই করি না কেন অবশ্যই সম্মানের হতে হবে। আর কাজের সন্মানটাও মানুষ কতটা বোঝেন, তা–ও ভাবার একটা বিষয় আছে।’

বুবলীকে ইঙ্গিত করে এই নায়িকা আরও বলেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় একজন মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের একটা জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যজনকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। আর যদি এটাই সে মনে করে থাকে, তাহলে তার উপযুক্ত ট্রিটমেন্ট দরকার।’

বিজ্ঞাপন

তাহলে অভিনেত্রী বুবলী এসব কেন বলছেন? জবাবে অপু বলেন, ‘এটি তাঁর কৌশল কি না, আমি জানি না। একজন সন্তানের মা হিসেবে সন্তানের বাবার প্রতি অবশ্যই মেসেজ থাকতে পারে। এখানে অস্বীকার করার কিছু নাই। তবে একটা ব্যাপার আছে, আর তা হলো শুধু সন্তানের বাবা, অন্যটি হলো পরিবারসহ সন্তানের বাবা। সবাইকে নিয়ে বাবা। এটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা।’  

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করে শবনম বুবলীকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আমরা এখন একটা জায়গায় এসে পৌছেছি। আমাদের কথাবার্তা যেন যথাযথ হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন এসব কথা বেশ হাস্যকর বলে মনে হয়। অতি কিন্তু ভক্তি চোরের লক্ষণ। আমি মনে করি তার সুস্থ থাকা দরকার।’

এই অভিনেত্রীর এমন মন্তব্য, শাকিবকে নিয়ে উনার কথা শুনে শুনে সাধারণ মানুষজন হাসছে। আবার আমাকে সেসব বিষয়ে বিশ্লেষণ করতে হচ্ছে। আর আমি নিজেও তো এ সব শুনে শুনে, বিশ্লেষণ করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD