সাড়া ফেলেছে সোহেল খানের কথায় মিলনের নতুন গান
সাইফুল বারী
প্রকাশ: ০৩:০২ পিএম, ১৪ই অক্টোবর ২০২৪

সাড়া ফেলেছে গীতিকার সোহেল খানের কথা ও সুরে কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলনে নতুন গান ‘কলি যুগে পুরুষের প্রেমের মূল্য নাই’।
গানটির সংগীতপরিচালনা করেছেন সংগীত পরিচালক রোহান রাজ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সালমান আহমেদ সোহাগ। এতে মডেল হয়েছেন সহেল শুভ ও আরশী।
আরও পড়ুন: আপনি একটা ইহুদি যোগাযোগমাধ্যমে আসছেন হিন্দু-মুসলিম নিয়া: আসিফ
সম্প্রতি এসএলকে ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। এরইমধ্যে গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। একই সঙ্গে প্রশংসাও পাচ্ছেন বলে জানান সোহেল খান।
আরও পড়ুন: তিশা বাদ, রাফির নায়িকা পূজা চেরি
মিলন বলেন, অল্প সময়ে গানটির জন্য এত সাড়া পেয়ে বেশ ভালো লাগছে। এ সময়ে কখন কোন গান শ্রোতাদেও ভালো লাগবে সেটি বলা কঠিন। তবু আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের কথা ও সুরের গান দিয়ে শ্রোতাদের কাছে থাকতে। সোহেল খান গানটির কথা ও সুরও চমৎকার করেছেন। সে কারণেই হয়তো শ্রোতারাও সহজেই গানটি গ্রহণ করেছেন।
সোহেল খান বলেন, আমি শ্রোতাদের বিষয়টি মাথায় রেখেই সব সময় কথা ও সুর করার চেষ্টা করি। এটিও তার ব্যতিক্রম হয়নি। আগামীতে আরও নতুন কিছু গান নিয়ে আসব।
জেবি/এসবি