দৌলতদিয়া যৌনপল্লিতে কাজের অভিজ্ঞতা জানালেন রুনা খান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:২৫ পিএম, ১২ই জানুয়ারী ২০২৫


দৌলতদিয়া যৌনপল্লিতে কাজের অভিজ্ঞতা জানালেন রুনা খান
ফাইল ছবি

জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের অভিনীত নতুন সিনেমা ‘নীলপদ্ম’। ছবিটি এবারের ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ‘বাংলাদেশ প্যানারোমা’ জায়গা পেয়েছে। এই সিনেমায় যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন নায়কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্রে কাজ করার অভিজ্ঞতা সিয়ার করে নিয়েছেন রুনা খান।


আরও পড়ুন: বিয়ে করলেই সংসার হয় না: জয়া আহসান


‘নীলপদ্ম’ ছবিটির শ্যুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। সেখানে শ্যুটিংয়ের জন্য প্রথমবারের মতো সফর করেছেন অভিনেত্রী। সেখানে যৌনকর্মীদের জীবন জাপন, সামাজিক অবস্থান অনুধাবন করার চেষ্টা করেছেন তিনি। কাজের ফাঁকে তাদের সময় পেয়েছেন, মিশেছেন কাছ থেকেই।


সেই অভিজ্ঞতা তুলে নায়কা বলেন, ‘প্রথম গেলাম তো, মানুষ হিসেবে তাদেরকে খুব কাছাকাছিই দেখলাম। এই যে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে যে সময়টা তাদের থেকে পেয়েছি, তারা এসে আমার সাথে গল্প করেছে। আমিও ঘরে বসে ওদের সঙ্গে গল্প করছি, ওরা আমার সঙ্গে সিসিমপুর নিয়ে গল্প করছে, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে গল্প করছে, ইউটিউবিং নিয়ে আলোচনা করেছে, শাকিব খানের সিনেমার কথা বলছে- মানে, আমি তুমি যা করি, ওরাও তাই করে।’


রুনা খান বলেন, ‘ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা। ওরা ওই কাজটা করেই জীবিকা নির্বাহ করে। আমাদের কাপড়টা ধোয়া হলেও যেমন অসুবিধা নেই, ওদের কাপরটা ধোয়া হলেও পরতে অসুবিধা নেই। এছাড়া আমি, তুমি আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা শুধু মানুষ।’


আরও পড়ুন: বডি শেমিং নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন দীঘি


উল্লেখ্য, ছিটকিনি, হালদা, গহীন বালুচর-এর মতো সিনেমা কিংবা কষ্টনীড়, অসময়-এর মতো ওটিটির কাজ দিয়ে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। তবে কাজের বাইরে নানাবিধ কর্মকাণ্ডে আলোচনায় চলে আসেন তিনি। বিশেষ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের পোশাক-আশাকের কারণে বিতর্কিত হন।


এসডি/