Logo

বিয়ে করলেই সংসার হয় না: জয়া আহসান

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারী, ২০২৫, ০৫:৪০
68Shares
বিয়ে করলেই সংসার হয় না: জয়া আহসান
ছবি: সংগৃহীত

তবে সেগুলো যেন গুঞ্জন পর্যন্তই ছিল

বিজ্ঞাপন

ঢালীউড ও টালীউডে সমানতালে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন এই চিত্রনায়িকা। বলা যায়, তার অভিনয়ের সাবলীল দক্ষতা দর্শকের মন ছুঁয়ে যায় খুব সহজেই। কিন্তু এর বাইরেও তার দর্শকের বেশ আগ্রহ রয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে।

একটা সময় একের অধিক সম্পর্কে জড়ানো নিয়ে গুঞ্জন উঠেছে জয়াকে নিয়ে। তবে সেগুলো যেন গুঞ্জন পর্যন্তই ছিল। ১৯৯৮ সালে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন গুণী এ অভিনেত্রী। ২০১১ সালে ১৩ বছরের সেই দাম্পত্যের ইতি টানেন তিনি; এরপর আর দ্বিতীয়বার বিয়রে পিঁড়ীতে বসেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বলা যায়, এখন পর্যন্ত প্রায় একযুগ ধরে সিংগেল লাইফ কাটাচ্ছেন জয়া আহসান। তাই তো অভিনেত্রীকে নিয়ে অনেকের কৌতূহল ও প্রশ্ন যে, সংসারের দিকে আর কি মন দেবেন এই চিত্রনায়িকা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে-সংসার নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েন জয়া। নায়িকা জানান, তিনি নাকি সংসারই করছেন!

বিজ্ঞাপন

জয়া আহসানের কথায়, ‘আমি তো সংসারই করি, করছি। শুধু বিয়ে করলেই কি সংসার হয়? আমার দায়িত্ব আছে এত এত, তা সংসারের চেয়ে কম কীছু! আমি তো এসব করেই সময় পাই না। সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না।’

বিজ্ঞাপন

অতীতের সঙ্গে তুলনা করে জয়া বলেন, ‘আমিও তো বিয়ে করে সংসার করেছিলাম। সেটার স্বাদও আমি নিয়েছি। এখন এই সংসারটা করছি। এটাই বা মন্দ কী। এটা তো ভালো লাগছে আমার কাছে। যেহেতু এটায় বেশি ভালো লাগছে, এই সংসারটাতে আমি সাকসেসফুল।’

বিজ্ঞাপন

কাদের নিয়ে জয়ার সংসার, তা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার চারটা চারপেয়ে বাচ্চা (পোষ্য)। আমার মা, পরিবারের ভাইবোন, আমার গাছাপালা—সবকিছু মিলেই আমার সংসার। এরাই আমার সংসারের সব। বিয়ে করেও তো অনেকের ভেতর যোজন যোজন দূরত্ব থাকে। সেই অর্থে সেটাও কি সংসার তাহলে? মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো আর লাভ নেই।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে জয়ার নতুন সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। পরিচালনা করেছেন আকরাম খান। চলচ্চিত্রটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও সম্প্রতি তার অভিনীত ‘২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’ মুক্তি পেয়েছে। সেখানে জয়া আহসান একজন ডাইনির চরিত্রে অভিনয় করেছেন।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD