Logo

আইকনিক পেইন্টিংয়ে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

profile picture
জনবাণী ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪০
66Shares
আইকনিক পেইন্টিংয়ে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান
ছবি: সংগৃহীত

তা নিয়ে অবশ্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি জয়াকে

বিজ্ঞাপন

রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত হয়ে শীতে উষ্ণতা ছড়ালেন জয়া আহসান। অনেকটা খোলামেলা পোশাকেই নতুন রুপে দেখা গেল জনপ্রিয় এই চিত্রনায়িকাকে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। ক্যাপশনে জয়া লেখেন, ‘রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সাথে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।’

বিজ্ঞাপন

জয়া আহসান ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন। প্রায় দিনই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী। এইতো, দিন কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন তিনি। তা নিয়ে অবশ্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি জয়াকে।

বিজ্ঞাপন

বলা যায়, জয়ার জামদানির সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই আবারও ভিন্নভাবে শাড়ি পরে বিরূপ মন্তব্যের শিকার হলেন এই চিত্রনায়িকা। সদ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ পড়তেই পাতায় পাতায় ভেসে বেড়াচ্ছে হলদে জয়ার নতুন অবতার। বিষয়টি খোলাসা করে বললে, এবারও শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া। দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এল এক রাজকীয় আবহ। কিন্তু এরপরও ঘটে নানা বিপত্তি। কারণ, পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া। তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরণের মন্তব্য আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে।

বিজ্ঞাপন

বলা বাহুল্য, জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মাঝে যে রীতিমতো উত্তাপ ছড়িয়ে পড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সঙ্গে একঝাঁক সমালোচনা তো রয়েছেই। 

বিজ্ঞাপন

নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘শীতের দিনে এমন সাজ, ঠান্ডা লাগে না?’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন’। আবার অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘শাড়ি, ব্লাউজটা খুবই সুন্দর- তবে বেশি খোলামেলা না হলেও পারতেন।’

বিজ্ঞাপন

তবে জয়ার এই সাজের প্রশংসাও করেছেন অনেকে। বিশেষ করে এমন রাজকীয় সাজে জয়াকে এভাবে দেখা যায়নি। যদিও ভালো-মন্দ কোনো মন্তব্যকেই পাত্তা দেন না জয়া আহসান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, খুব শীঘ্রই নতুন সিনেমার শ্যুটিংয়ে কাজ শুরু করবেন জয়া আহসান। এছাড়াও বাংলাদেশ-ভারত দুই দেশে তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অদূর আগামীতে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়ার ‘ওসিডি’ সিনেমাটি। এবং দেশে মুক্তির তালিকায় আছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ চলচ্চিত্রগুলো।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD