কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না: তানজিন তিশা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৩ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৪


কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না: তানজিন তিশা
তানজিন তিশা | ছবি: ফেসবুক থেকে নেওয়া

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার রয়েছেন অসংখ্য হিট নাটক। পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমেও অনেক কাজ করেছেন তিনি। আর ভালো কাজের স্বীকৃতি হিসেবে পেয়ে যাচ্ছে সম্মননা।


এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে এ অভিনেত্রী বলেন, ‘আমি ভালো ভালো অনেক কাজ করছি, যেটা অনেক মেয়ের স্বপ্ন। আমি একটা কথা বিশ্বাস করি যে, কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ কখনো দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন এ জন্য কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি। এটা আমার কাছে বড় প্রাপ্তি।


আরও পড়ুন: ভয়ংকর মাদকে আসক্ত তিশা-টয়া-সাফা ও সুনিধি


তিনি আরও বলেন, ‘জীবনে উত্থান-পতনের মধ্যে ভালো জিনিসটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাকে আমার একটা খুব ভালো ‍দিক বা গুণ বলতে পারি, যেটা হয়তো অনেক আর্টিস্ট পারে না।’


তবে আজ সকালে শোনা গেছে মাদককাণ্ডে তিশার নাম। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।


এদিকে এবার চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন তিশা। তাকে নিয়ে নির্মিতব্য প্রথম ছবির নাম ‘ঘুমপরী’। তার এই সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধছেন সংগীতশিল্পী প্রীতম হাসান।


এমএল/