এবার ভিন্ন চরিত্রে দর্শকদের নজর কাড়বেন পাওলি দাম


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮:০৮ পিএম, ১৮ই জুলাই ২০২৫


এবার ভিন্ন চরিত্রে দর্শকদের নজর কাড়বেন পাওলি দাম
ছবি: সংগৃহীত

টলিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম আবারও হিন্দি সিরিজে নিজের ছাপ রাখতে চলেছেন। এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন তিনি। 


‘হেট স্টোরি’ দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। তবে ‘শরীর সর্বস্ব’ চরিত্রের পরিবর্তে পাওলি সবসময়ই কন্টেন্টকে প্রাধান্য দিয়ে এসেছেন, যা তাকে বলিউডেও স্বতন্ত্র করে তুলেছে।


আরও পড়ুন: পশুপ্রেম থেকে পরিশুদ্ধ জীবনে মিমি চক্রবর্তী


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাওলি দামকে দেখা যাবে নিখিল আদবানির বিগ-বাজেটের সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এ। এই সিরিজে তার সাথে স্ক্রিন শেয়ার করছেন ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী প্রতিভা রান্টা।


সম্প্রতি মুক্তি পাওয়া সিরিজের ফার্স্ট লুকেই বলিউড তারকাদের পাশে এক ঝলক দেখা গেছে পাওলিকে। সঞ্জয় সান্যালের বই অবলম্বনে নির্মিত এই পিরিয়ড ড্রামা সিরিজটি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বপূর্ণ গল্প বলবে। 


ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেতে দেশের জন্য আত্মত্যাগ করা বিপ্লবীদের কাহিনি ফুটে উঠবে এই সিরিজে। জানা গেছে, পাওলি দাম এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। 


আরও পড়ুন: ডিসেম্বরেই প্রেমিকের সাথে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা


যদিও তিনি এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে সিরিজের ঝলক দেখে অনুমান করা যায়, তার চরিত্রটিও স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত।


এমএল/