তারা তিনজন আবারও একসঙ্গে নতুন ধারাবাহিকে


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৭ পিএম, ২৬শে জুলাই ২০২৫


তারা তিনজন আবারও একসঙ্গে নতুন ধারাবাহিকে
ছবি: সংগৃহীত

মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় তিন তারকা। দর্শকদের মুখে হাসি ফোটানোয় তাদের জুড়ি মেলা ভার। পর্দায় তারা যখন একসাথে হাজির হন, হাসির ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়—তা আর বলার অপেক্ষা রাখে না।


এই ত্রয়ী আবারও একসঙ্গে হাজির হচ্ছেন টিভি পর্দায়। এবার দেখা যাবে নতুন ধারাবাহিক নাটকে, নাম ‘শাদি মোবারক’। নাটকটি রচনা করেছেন আহাম্মেদ শাহাবুদ্দিন, আর পরিচালনায় রয়েছেন শামীম জামান নিজেই।


আরও পড়ুন: প্রতারিত সেই গরু বিক্রেতাকে ওমরায় পাঠালেন অপু বিশ্বাস


মজার ব্যাপার হলো, নতুন এই নাটকে তিনজন অভিনয় করেছেন তিন ভাইয়ের চরিত্রে। গল্পে দেখা যাবে—বড় ভাইয়ের বিয়ে আটকে থাকায়, পিছিয়ে যায় মেজো ও ছোট ভাইয়ের বিয়ের পরিকল্পনা। আর এই নিয়েই শুরু হয় একের পর এক মজার কাণ্ড!


নাটকটির শুটিং শেষ হয়েছে গত বছরের নভেম্বর মাসেই। এবার শুরু হচ্ছে সম্প্রচার। জানা গেছে, আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে ধারাবাহিকটি।


আরও পড়ুন: শেহজাদের মা যুক্তরাষ্ট্রে আসছে, ছেলেকে এবার সময় দিতে পারব: শাকিব খান


এই নাটকে আরও আছেন মিম চৌধুরী, রোবেনা রেজা জুঁই, জয়রাজসহ আরও অনেকেই।


দর্শকপ্রিয় এই তিন তারকাকে আবার একসঙ্গে দেখে হাসির ভাণ্ডার যে খুলে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। ‘শাদি মোবারক’-এ তারা ঠিক কতটা জমাতে পারেন, এখন শুধু সেটাই দেখার অপেক্ষা।


এমএল/