মালয়েশিয়ায় ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২১ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


মালয়েশিয়ায় ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বিদেশিদের অবস্থানসংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নতুন বিধান অনুযায়ী, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অতিরিক্ত সময় থাকলে তাৎক্ষণিক জরিমানা দিতে হবে।


শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল জানান, বিচার প্রক্রিয়া দ্রুত করতে এবং আদালতের ঝামেলা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন:  হাসপাতালের শয্যায় শুয়েই বিয়ে, কষ্টের মাঝেও সুখের মুহূর্ত


জরিমানার বিধান:

  • ১–৩০ দিন অতিরিক্ত থাকলে প্রতিদিন ৩০ রিঙ্গিত (সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত)
  • ৩১–৬০ দিন থাকলে ১,০০০ রিঙ্গিত
  • ৬১–৯০ দিন থাকলে ২,০০০ রিঙ্গিত
  • ৯০ দিনের বেশি হলে তদন্ত শুরু হবে


মন্ত্রী বলেন, নতুন নিয়মে বিচার প্রক্রিয়ার সময় ১৪ দিন থেকে কমে এক দিনে নামানো সম্ভব হবে। এছাড়া, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফিরতে না পারলে শিথিলতার সুযোগ থাকবে।


আরও পড়ুন: আবারও আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ভূমিকম্পের আঘাত


ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৫ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশিসহ ইন্দোনেশীয় ও মিয়ানমার নাগরিকের সংখ্যা বেশি। একই সময়ে প্রায় ৩৭ হাজার বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।


আরএক্স/